
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের পাইকর থানার তৎপরতায় ধরা পড়লো এক চোলাই মদ কারবারী। ৪ জুলাই রাতে পুলিশ চেকিং চলাকালীন নন্দীগ্রাম কালীতলার কাছে একটি টোটোর ভিতর থেকে দুটি ব্যাগে চল্লিশ লিটার চোলাই মদ উদ্ধার করে। টোটো টিকে আটক করে টোটো চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আলতাব হোসেন। বাড়ি কনকপুর প্রাইমারী স্কুল পাড়ায়। ৫ জুলাই ওই ব্যক্তিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম