
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির বৈষ্ণব ভূমিতে ৫ জুলাই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়। জয়দেব কেন্দুলীর নিম্বার্ক আশ্রমের উদ্যোগ ও আয়োজনে এবার এই উল্টো রথযাত্রায় উপচে পড়া ভিড়। আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন ১২৯৮ বঙ্গাব্দ থেকে এই আশ্রমের উদ্যোগে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যদিও মাঝে বেশ কয়েক বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়নি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। মাসির বাড়ি জয়দেব কেন্দুলিতেই উত্তম দাস এর বাড়িতে গত ৮ দিন যাবত প্রভু জগন্নাথ দেবের সঠিক সময়ে সেবাকার্য সম্পন্ন করা হয়।আজ উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি অর্থাৎ নিম্বার্ক আশ্রমে প্রভু জগন্নাথ,বলরাম ও সুভদ্রা কে রথে চাপিয়ে নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই উল্টো রথযাত্রা উৎসবে সন্নিহিত বহু গ্রামের মানুষজন সামিল হয়। রথের রশিতে টান দিতে ৮-৮০ সব বয়সি মানুষের উৎসাহ আর উদ্দীপনা ছিল চোখে পড়ে। ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। যাতে কোন ভাবে বীশৃঙ্খলার সৃষ্টি না হয়।কঠোর নিরাপত্তার মাধ্যমে এই রথ বিশাল এলাকা জুড়ে পরিক্রমা করে। উল্লেখ্য, এই উল্টো রথের দিনেও জয়দেব কেন্দুলিতে মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।