
শম্ভুনাথ সেনঃ
রথের দিনে বীরভূমের দুবরাজপুরে ঘুড়ি ওড়ানো একটি প্রাচীন প্রথা। এই পুরশহরের নিউ রাধা মাধব স্টোর প্রতি বছর রথযাত্রার আগের দিন শিশুদেরকে বিনামূল্যে ঘুড়ি বিতরণ করে। ব্যবসায়ী সুশান্ত রায় অন্তত ২০০ জন শিশু-কিশোরদের হাতে বিনামূল্যে রঙ-বেরঙের ঘুড়ি তুলে দেন। এখন ছোটবেলা থেকে শিশুরা মোবাইল মুখি। অন্তত একদিনের জন্যও যাতে তাদের ঘুড়ি উড়ানোর আনন্দ দেওয়া যায় সেই লক্ষ্যেই প্রায় ৮ বছর ধরেই এই কাজটি করে আসছেন এই খুদে ব্যবসায়ী। ঘুড়ি বিতরণের এই অনুষ্ঠানে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে মহাশয় অংশগ্রহণ করেন।


