
শম্ভুনাথ সেনঃ
আষাঢ় মাসের শুরুর থেকেই একটানা বৃষ্টির জেরে তলিয়ে গেছে বীরভূমের জয়দেব কেন্দুলির ফেরিঘাট। বীরভূমের সঙ্গে বর্ধমানের সংযোগ একেবারে বিচ্ছিন্ন। অথচ আদুরে অজয়ের উপর নতুন সেতু ১০০ শতাংশ নির্মাণ হয়ে গেছে। সরকারিভাবে সেতু চালু না হওয়ার কারণে যাতায়াত বন্ধ। তবে হাজার হাজার যাত্রী ভিড় করেছেন নতুন ব্রিজের উপর। একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া যান চলাচলে নিষিদ্ধ করেছে প্রশাসন। বীরভূমের অজয় নদের জলস্রোত এখন বিপদসীমার ওপরে বয়ছে। তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষ তরফ থেকে দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটের রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে নদীর জল কমে গেলেই আবার পুনঃরায় এই রাস্তার মেরামতের কাজ শুরু হতে পারে বলে ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষজন জানিয়েছেন এই ফেরিঘাটের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষদেরকে দুর্ভোগে মুখে পড়তে হয়। এই ফেরিঘাটের রাস্তা দিয়ে স্কুল ছাত্র-ছাত্রী, রুগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত করেন। তবে এই অজয় নদের উপর স্থায়ী সেতুর কাজ প্রায় ১০০ শতাংশ নির্মাণ হয়ে গেছে, শুধু চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষজনদের একটাই দাবি যথাশিঘ্র এই রাস্তা চালু হোক।
