
শম্ভুনাথ সেনঃ
নিখোঁজ ব্যক্তির দেহ মিলল গ্রামেরই পশ্চিম প্রান্তের মাঠ থেকে। ৬ জুলাই রাত থেকেই তামাল বাগদী নামে ৫৫ বছরের এই পৌঢ় নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজনেরা খোঁজাখুঁজি করছিল। হঠাৎ ৭ জুলাই দুপুরবেলায় গ্রামের পশ্চিম দিকের মাঠের মধ্যে দেহ মাটিতে পোঁতা অবস্থায় খুঁজে পাওয়া যায়। খুন করেই তাকে মাটিতে পুঁতে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের ‘রাতমা’ গ্রামে। খুন হওয়া এই ব্যক্তির নাম তামাল বাগদি। এই ঘটনার পর স্থানীয় মল্লারপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন এসে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অভিযুক্ত গ্রামেরই লক্ষ্মণ বাগদি, মনোজ মন্ডল এবং তার বাবা ভরেশ মণ্ডল কে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে পুলিশি তদন্ত।