
শম্ভুনাথ সেনঃ
পুলিশের সহযোগিতা নিয়ে অবৈধভাবে কয়লা উত্তোলন, বালি চুরি, জঙ্গলের গাছ চুরি এবং দুবরাজপুর শহরকে দুষ্কৃতিদের স্বর্গ রাজ্যে পরিণত করার বিরুদ্ধে আজ ৯ জুলাই বিকেলে বীরভূমের দুবরাজপুর থানায় ডেপুটেশন দিল জেলা বিজেপি। প্রথমেই বিজেপির শহর কার্যালয় থেকে একটি মিছিল বৃষ্টিকে উপেক্ষা করে পৌরসভার বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্বে ছিলেন স্থানীয় মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিং, শম্ভুনাথ ব্যানার্জি, পার্থ ঘোষ, সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, অনুপম বাগ ব্লক কনভেনার বিভাস দত্ত প্রমুখ। পরে থানার সামনে গিয়ে দলীয় কর্মী সমর্থকরা জড় হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা, স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব। এই ডেপুটেশনকে ঘিরে থানায় পুলিশের সঙ্গে ঠেলাঠেলি ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে শাসক তৃণমূলের দলদাস হয়ে কাজ করার স্লোগান ওঠে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। বেশ কিছুক্ষণের জন্য ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে।
