
শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই আলম বাবার মেলা আগামীকাল ১১ জুলাই। প্রতিবছর প্রথা মেনে আষাঢ় মাসের শেষ শুক্রবার বীরভূমের দুবরাজপুর স্টেশন সংলগ্ন বাবার মাজার এলাকায় বসে “আলম বাবার উরস মেলা”। উল্লেখ্য, দুবরাজপুর রেলস্টেশন থেকে চিনপাই স্টেশন অভিমুখে অন্তত ২ কিমি দূরে অণ্ডাল-সাঁইথিয়া রেললাইনের পাশে অবস্থিত এই “আলম বাবার মাজার”। মূলত আলম বাবার উরস উপলক্ষেই বসে একদিনের এই গ্রামীণ মেলা। ধর্মমত নির্বিশেষে এদিন দূর-দূরান্ত থেকে বহু ভক্ত-পুণ্যার্থীর সমাগম ঘটে এই পুণ্য ক্ষেত্রে। বাবার মাজার শরিফে সিন্নি ও চাদর চড়িয়ে সমাজ সংসারের মঙ্গলের জন্য প্রার্থনায় সমবেত হন ভক্তরা। উল্লেখ্য, এই মেলা উপলক্ষে দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এদিন কয়েকটি লোকাল ট্রেন মাজারের সামনে দাঁড়িয়ে পড়তো। ফলে দূর দূরান্তের মেলা দর্শনার্থীদের এখানে ওঠা-নামা করার সুবিধা হতো। কিন্তু গতবছর ২০২৪ এ বিকেল তিনটে নাগাদ অণ্ডাল থেকে সাঁইথিয়া গামী লোকাল ট্রেনটি আলম বাবার মাজারের কাছে না দাঁড়ানোয় ঘটে বিপত্তি। ট্রেনটি সোজা গন্তব্যস্থল চিনপাই রেলস্টেশনে গিয়ে দাঁড়ায়। মেলায় আগত ট্রেন যাত্রীরা সেখানে নেমেই ট্রেন চালকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত যাত্রীরা ট্রেন ভাঙচুর করে। গত বছরের এই বিক্ষিপ্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার পূর্ব রেল সরাসরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামীকাল ১১ জুলাই এই মেলা উপলক্ষে যে ট্রেন গুলি আলম বাবার মাজারের সামনে মেলা দর্শনার্থীদের জন্য দাঁড়াবে তার বিস্তারিত বিবরণ জানিয়েছেন পূর্ব রেল। আসা-যাওয়া প্রতিক্ষেত্রে দু মিনিট থামবে এই মেলায় এলাকায়। এই খবরে খুশি ট্রেন যাত্রীসহ এলাকার মানুষ।
