
শম্ভুনাথ সেনঃ
ছাত্রাবাসের ভিতরেই মদ্যপানের আসর। ব্রহ্ম আশ্রম হিসেবে পরিচিত শতাব্দি প্রাচীন কবিগুরুর পাঠভবনে মদ্যপানের অপরাধে ৫ জন আবাসিক পড়ুয়াকে সাসপেণ্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিশ্বভারতীর পাঠভবন ছাত্রাবাসে ৪ জন দশম শ্রেণীর পড়ুয়া মদ্যপান করেছে, আর তা সরবরাহ করেছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র৷ তাই ২ মাসের জন্য ৫ জনকেই সাসপেণ্ড করা হয়েছে। তবে এই ঘটনায় পাঠভবন কর্তৃপক্ষ ও ছাত্রাবাসের সুপারদের নজরদারিতে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্বভারতীর পাঠভবনের অধ্যক্ষা বধিরূপা সিংহ বলেন, “একটা শিক্ষা প্রতিষ্ঠান শৃঙ্খলা রাখতে যা করণীয় করা হচ্ছে৷ সংশোধন মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত কবিগুরুর বিশ্বভারতী। এখানে মদ্যপান, মাংস খাওয়া সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। বিশ্বভারতীর কোন উৎসব, অনুষ্ঠান বা মেলায় মাংসের কোন পদ রন্ধন বা বিক্রয় হয় না৷ মদ্যপান তো স্বাভাবিকভাবেই নিষিদ্ধ। তাই এই বিশ্বভারতীর পাঠভবনের ৫ জন আবাসিক পড়ুয়াকে মদ্যপানের জন্য সাসপেণ্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পাঠভবনের ছাত্রাবাসে দশম শ্রেণীর ৪ জন পড়ুয়া মদ্যপান করেছে। তাদের মদ সরবরাহ করেছে উত্তরশিক্ষা ছাত্রাবাসের দ্বাদশ শ্রেণির এক ছাত্র৷ তাই ৫ জনকেই ২ মাসের জন্য সাসপেণ্ড করা হয়েছে। পাশাপাশি একটি শৃঙ্খলারক্ষা কমিটিও গঠন করা হয়েছে। কারন, এর আগেও বেশ কয়েকবার ছাত্রাবাসে নেশা দ্রব্য নিয়ে আসা, সেবন করা, পান করার অভিযোগ উঠেছিল৷ তাই এবার কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।