সাঁইথিয়ায় মেগা রক্তদান শিবির

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

দীর্ঘ কয়েক বছর ধরেই সাঁইথিয়া পুরসভার কাউন্সিলার শান্তনু রায় ১ জুলাই রাজ্যের প্রাক্তন প্রবাদপ্রতিম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন তাঁর প্রয়াত পিতা আনন্দদুলাল রায় ও মাতা স্নিগ্ধা রায়ের স্মৃতিতে গড়া আনন্দদুলাল রায় স্নিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে। এ বছর ১ জুলাই এই প্রতিষ্ঠানের উদ্যোগে সূর্যসেন স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির। সকালে বিধানচন্দ্রর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই রক্তদান শিবির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রক্তদানের জন্য এই শিবিরে সকাল থেকেই উপস্থিত ছিলেন। আয়োজকদের আয়োজন ছিল নিখুঁত। বীরভূম, বর্ধমান, মূর্শিদাবাদের ৬টি ব্লাডব্যাঙ্কের মাধ্যমে স্বেচ্ছা রক্তদাতাদের রক্ত সংগ্রহ করা হয়। সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রমের সঞ্চালক স্বামী ধ্রুবানন্দ এই শিবিরের উদবোধন করেন। এদিন বহু বিশিষ্ট মানুষ শিবিরে উপস্থিত হয়ে এই মানবিক উদ্যোগকে অভিনন্দিত করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমাজকর্মীরাও। উপস্থিত হয়েছিলেন জেলা সমাহর্তা বিধানচন্দ্র রায়। তিনি বলেন, এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত, কাউন্সিলার পিনাকি দত্ত, নাট্যব্যক্তিত্ব বিজয়কুমার দাস প্রমুখ উদ্যোগকে অভিনন্দিত করে বক্তব্য রাখেন। শহরের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টিজনদের বরণ করে নেওয়া হয় এই শিবিরে। আয়োজক সংস্থার কর্ণধার শান্তনু রায় জানালেন, ১৫০০-এর বেশি রক্তদাতা এই শিবিরে রক্তদান করে শিবিরকে সফল করে তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *