
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর থানার ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে আজ ১৩ জুলাই পরিচালন সমিতির নির্বাচন হয়। সমিতির নির্বাচনে ৯-০ ভোটে জয়লাভ করে বিজেপি সমর্থিত সদস্যরা। সমিতিতে মোট ভোটারের সংখ্যা ৯২৮। বিজেপি, তৃণমূল এবং বাম সমর্থিত সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করে। এদিন ফল ঘোষণার পর দেখা যায়, এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা। সব আসনে বিজেপি সমর্থিত সদস্যরা জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন। বিজেপি কর্মী সদস্য ও সমর্থকদের মধ্যে গেরুয়া আবিরে হোলি খেলা শুরু হয়। রাষ্ট্রবাদী সদস্যদের নির্বাচিত করার জন্য ভোটদাতা ও সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানান দলীয় নেতৃত্ব শ্যামাপদ মণ্ডল।