
শম্ভুনাথ সেনঃ
জমিতে পড়ে থাকা ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই কৃষকের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। আজ ১৩ জুলাই জমিতে হ্যান্ড ট্র্যাকটার নিয়ে চাষ করার সময় জমিতে পড়ে থাকা ইলেকট্রিক তার জড়িয়ে প্রথমে ছেলে সাকিরুল সেখ বিদ্যুৎপৃষ্ট হয়। এই ঘটনা দেখতে পেয়ে তাকে বাঁচাতে গেলে তার বাবা সাদেক সেখ বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। এক প্রত্যক্ষদর্শী তাদের বাড়িতে খবর দিলে তাদের দুজনকে উদ্ধার করে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষজন। হাসপাতালের ডাক্তারবাবু দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এই দুই কৃষকের বাড়ি বীরভূমের মুরারই এক নম্বর ব্লকে রূপরামপুর গ্রাম। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম