একই দিনে জেলা জুড়ে একই মানব পুতুল নাটক মঞ্চস্থ করে বিশ্বরেকর্ড

দীপককুমার দাসঃ

বীরভূম জেলা প্রশাসন ও লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনীর মুকুটে সংযোজিত হল নব কোহিনূর। বিশ্ব নাট্য দিবসকে উপজীব্য করে গত ২৬ মার্চ ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায় রচিত ও নির্দেশিত বাল্য বিবাহ ও অকাল গর্ভধারণের ওপর সমাজ সচেতনতামূলক মানব পুতুল নাটক “নারী নক্ষত্র” বীরভূমের ৭২৯ টি বিদ্যালয়ের ছাত্রীছাত্রীরা একই দিনে একই সময়ে জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় মঞ্চস্হ করে। ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায় ও স্বয়ং জেলা শাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক গণ, বীরভূম জেলার ডি, আই, সকল এস আই, সকল এ আই সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা ও বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্মীসকল যথাসম্ভব বিদ্যালয়ে উপস্হিত থেকে এর তত্বাবধান করেন। আর সেই অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে অর্জিত হল ট্রানসওসিয়ানা ওয়ার্ল্ড রেকর্ড। উল্লেখ্য বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে অন্যান্য জেলার চেয়ে অনেক পিছিয়ে ছিল বীরভূম জেলা। তাই বীরভূম জেলা প্রশাসন বাল্যবিবাহ রোধে স্কুলে স্কুলে মানব পুতুল নাটকের উদ্যোগ নেয়।গত ২৬শে মার্চ বীরভূম সংস্কৃতি বাহিনীর সহায়তায় জেলার ৭২৯টি স্কুলে নারী নক্ষত্র মানুষ পুতুল নাটক মঞ্চস্থ হয়। গতকাল ছিল বীরভূমের জেলা শাসক বিধান রায়ের জন্মদিন। এই জন্মদিনের দিন এই খবর পেয়ে আপ্লুত জেলাশাসক। খুশি বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *