
শম্ভুনাথ সেনঃ
গুরুপূর্ণিমা উপলক্ষে “পুষ্পবীণা সংগীত শিক্ষা নিকেতনের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হলো। ১৩ জুলাই বীরভূম জেলা সদর সিউড়ির সিধু-কানু মঞ্চে প্রতিষ্ঠানের বার্ষিকী পুরস্কার,গুণীজন ও শিল্পী সম্মাননা সেই সঙ্গে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বীরভূমের বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়।

এদিন তিনি বক্তব্যে বীরভূমের মাটি ও সংস্কৃতির কথা তুলে ধরেন, সেইসঙ্গে দুটি সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া মঞ্চ আলোকিত করেন সিউড়ি পুরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়, গবেষক ড.আদিত্য মুখোপাধ্যায়,পদ্মশ্রী পুরস্কার প্রাপক ভাদু শিল্পী রতন কাহার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা শিক্ষক মলয় ঘোষ, ড.উজ্জ্বল মুখোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দর্শক আসনে ছিলেন বীরভূমের শিক্ষা,সংস্কৃতি ও সাহিত্য জগতের বিদগ্ধ ব্যক্তিত্বরা। শুরুতেই পুষ্পবীণা সংগীত নিকেতনের ১৮ বছরের পথ চলা এবং প্রতিষ্ঠানের কর্ণধার শিল্পী মানবী সরকারের শিল্পী ভাবনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানের ছাত্রী তথা শিক্ষিকা ইতিকণা ব্যানার্জি। এদিন পুষ্পবীণার ছাত্র-ছাত্রীরা তাদের সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের হৃদয় ছুঁয়ে দেওয়া নৃত্য, সংগীত পরিবেশন করেন। জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তেমন ৩৩ জন শিল্পী-গুণীজনের হাতে উত্তরীয়, স্মারক উপহার ও ফুল গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক সন্দীপন রায় ও শিল্পী সুমন্ত ব্যানার্জী।
