আবারও অপহরণকারীদের কবল থেকে অপহৃতকে উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ

সেখ রিয়াজুদ্দিনঃ

হিন্দি ফিল্মের কায়দায় অপহরণকারীদের হাত থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে সংবাদ শিরোনামে খয়রাসোল থানার পুলিশের ভূমিকা। উল্লেখ্য, ইতিপূর্বেও এক অপহৃতকে উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। এক মাসের মধ্যে ফের সফলতা পেল খয়রাশোল থানার পুলিশ। জানা যায় যে, বীরভূম জেলার পশ্চিম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে পাথর ব্যবসায়ী ঝাড়খন্ডের জামতাড়া জেলার বিন্দাপথ থানার খয়রা গ্রামের বাসিন্দা জামাল আনসারীকে অপহরণ করে অপহরনকারীরা।ঝাড়খন্ড পুলিশ অপহরণের ঘটনার বিষয়টি বীরভূম জেলা পুলিশের নজরে দেন। সেই মোতাবেক জেলার বিভিন্ন থানা এলাকায় সতর্কতা জারি হয়। সেই হিসেবে খয়রাসোল থানার ওসি সেখ কাবুল আলিও থানার অন্যান্য অফিসারদের নিয়ে পরিকল্পনা মাফিক সীমান্তবর্তী সহ বিভিন্ন এলাকাজুড়ে পুলিশের জাল বিস্তার করে ফেলেন। প্রবল বৃষ্টিতে ভিজেও ওঁতপেতে থাকতেই উদ্ধার হয় অপহৃত ব্যক্তি। সোমবার রাত্রে খয়রাশোল থানা এলাকার পাঁচড়া মোড়ে নাকা চেকিং এর সময় পুলিশের গন্ধ পেয়ে অপহৃত ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। পুলিশ সুত্রে জানা যায় অপহৃত ব্যক্তিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর নিয়ে যাবার পরিকল্পনা ছিল। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ রাতেই ঝাড়খন্ডের জামতাড়া পুলিশের হাতে অপহৃত ব্যাক্তিকে তুলে দেয় বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *