
শম্ভুনাথ সেনঃ
শিক্ষার উন্নতিকল্পে বীরভূমের সদর সিউড়ির লালকুঠিপাড়ায় অবস্থিত “ভারত সেবাশ্রম সংঘকে” আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ। উল্লেখ্য, সিউড়ি শাখার অধ্যক্ষ স্বামী শুভানন্দের আহবানে জেলা সভাধিপতি গতকাল ১৪ জুলাই লালকুঠিপাড়া আশ্রম পরিদর্শনে যান। আশ্রমের স্বামীজীর সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্রাবাসের ছাত্রদের সঙ্গে কথা বলেন তিনি। পড়ুয়াদের হাতে তিনি তুলে দেন চকোলেট, মিষ্টি। আশ্রমের আবেদন ক্রমে আদিবাসী ছাত্রাবাসের উন্নয়নে দুটি শৌচাগার, সৌর চালিত জলাধার সহ সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন। ব্যয় হবে অন্তত ২৫ লক্ষ টাকা। সভাধিপতি জানান, আশ্রমের আদিবাসী ছাত্রদের জন্য উন্নয়ন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। এর মধ্যে কোনো রং রাজনীতি নেই। জেলার মানুষের ও সমাজের কাজ করার জন্যই তিনি সভাধিপতি। পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের ছাত্রদের জন্য শিক্ষার আলো পৌঁছে দিতেই তিনি জেলার উন্নয়নমূলক কর্মযজ্ঞে সামিল। প্রয়োজনে ডাকলে আবারও আশ্রমের পাশে থাকবেন বলে তিনি জানান।
ছবিঃ মোহাম্মদ আমিন নাসীদ, সিউড়ি, বীরভূম