
শম্ভুনাথ সেনঃ
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এস টি এফ) বেআইনিভাবে আধার কার্ড বানানোর চক্রে জড়িত সন্দেহে বীরভূম থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা বেআইনি সিম কার্ড বিক্রির সঙ্গেও যুক্ত। ভারতীয়দের থেকে ওটিপি হাতিয়ে পাকিস্তানে সাপ্লাই করার অভিযোগ রয়েছে। এমনকি তাদের একাউন্টে পাকিস্তানের একাউন্ট থেকে লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। মূলত আধার জালিয়াতির সূত্র ধরে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বাড়ি বীরভূমের পাঁড়ুই থানার সাত্তোর সংলগ্ন এলাকায়। ধৃত সেখ মীরাজ ও আবদুল কুদ্দুস ওরফে সেখ মুন্নার কাছ থেকে ল্যাপটপ, হার্ড ডিস্ক-সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে কলকাতার এই গোয়েন্দারা ৷ উল্লেখ্য, বোলপুরের একটি সাইবার ক্যাফেতেও দীর্ঘ তল্লাশি চালায় এসটিএফ ৷ ধৃতদের বিধাননগর আদালতে তোলা হলে এসটিএফের আবেদন অনুযায়ী সাত দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে U/S 111 (1,3,4,7), 318(4), 319(2), 336(3), 338, 340(1,2), 61(2) তথ্য গোপন ও অপব্যবহার আইন 66 সি, ডি ধারা ও বিদেশে আর্থিক লেনদেন আইন 2016-র 14 সি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃত সেখ মীরাজের বাড়ি বীরভূমের পাঁড়ুই থানার যাদবপুর গ্রামে৷ তাকে জেরা করে পাওয়া তথ্য অনুযায়ী এসটিএফের অফিসাররা বোলপুর স্টেশন পৌঁছান ৷ সেখানে আবদুল কুদ্দুস ওরফে সেখ মুন্না নামে অন্যজনকে গ্রেপ্তার করেন ৷ উল্লেখ্য, পাঁড়ুইয়ের কেন্দ্রডাঙাল রাস্তার উপরে একটি সাইবার ক্যাফে রয়েছে এই কুদ্দুসের। সেখানেই কাজ করত মীরাজ ৷ সেই সাইবার ক্যাফেতেও হানা দেন অফিসাররা ৷ কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ, হার্ড ডিস্ক-সহ একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়।