বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিহারাদের অবস্থান বিক্ষোভ আন্দোলন

শম্ভুনাথ সেনঃ

“অবিলম্বে বঞ্চিত ভূমিহারাদের চাকরিতে নিয়োগ করতে হবে”এই দাবি নিয়ে গতকাল ১৪ জুলাই থেকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেট অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বক্রেশ্বরের ভূমিহারা ইউনিয়নের সদস্যরা। বেআইনি নিয়োগের প্রতিবাদে এবং প্রকৃত ল্যান্ড লুজারদের অতি সত্বর নিয়োগের দাবি জানিয়ে প্রায় দুই শতাধিক ভূমিহারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়।যতদিন পর্যন্ত না দাবি পূরণ হবে ততদিন এই অবস্থান চলবে বলে জানিয়েছে বক্রেশ্বর ভূমিহারা ইউনিয়নের সদস্যরা। তাদের অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। জমি দিয়েও মেলেনি চাকরি। তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ গত বছর বক্রেশ্বর ভূমিহারা প্রায় দুইশত সদস্যদের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং এর পরও মেলেনি চাকরি। যতদিন আমাদের চাকরির সুরাহা না হবে ততদিন এই অবস্থান চলবে বলে জানিয়েছেন ভূমিহারা ইউনিয়নের সদস্যরা। যদিও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা ধর্না মঞ্চে উপস্থিত হন। কিন্তু কোন সুরাহা না হওয়ায় প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে চলছে ভূমিহরাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচী।

ছবি: নিতাই চক্রবর্তী, চিনপাই: বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *