
সেখ রিয়াজুদ্দিনঃ
বিজেপি শাষিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী নাগরিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। যারপরনাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন। সেই হিসেবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার রামপুরহাট শহরের মধ্যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল সেখ, রাজ্যের ডেপুটি স্পিকার তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধানচন্দ্র মাজি সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ। তৃণমূল কংগ্রেসের রামপুরহাট কার্যালয় থেকে মিছিল বের হয়ে রামপুরহাট শহর ঘুরে মিছিল শেষ হয় রামপুরহাট পাঁচমাথা মোড়ে।