বিভিন্ন দাবিতে বীরভূমের রামপুরহাটে শ্রমিক আন্দোলন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট পিএসসি স্লিপার লিমিটেড ফ্যাক্টরির অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, সপ্তাহের প্রতি রবিবার বেতন সহ সাপ্তাহিক ছুটি, ক্রসিং স্লিপার তৈরির জন্য অতিরিক্ত মজুরি সেই সঙ্গে শারদ উৎসবের এক মাস আগে বোনাসের দাবিতে ফ্যাক্টারির গেটের সামনে সিআইটিইউ অনুমোদিত রামপুরহাট পিএসসি স্লিপার লি: ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আজ ১৯ জুলাই অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবস্থানবিক্ষোভ সভা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা অমিতাভ সিং, সিরাজুল ইসলাম, ফ্যাক্টারির শ্রমিক নেতা ফিরোজ সেখ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ফ্যাক্টারির শ্রমিক নেতা আপেল সেখ। বিক্ষোভ সভায় সিআইটিইউ নেতা অমিতাভ সিং বলেন শ্রমিকদের দাবি না মানলে জুলাই মাসের শেষ সপ্তাহে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে অভিযান হবে। উল্লেখ্য, রামপুরহাট পিএসসি স্লিপার লিমিটেড ফ্যাক্টরিতে সর্বশেষ ২০১১ সালের শুরুতে অস্থায়ী শ্রমিকদের মধ্যে থেকেই সিনিয়ারিটি অনুসারে স্থায়ীকরণ করা হয়। তারপর আর কোন স্থায়ী শ্রমিক নিয়োগ হয়নি। ফ্যাক্টরিতে এই ১৪ বছরে প্রায় ১৬৫ জন স্থায়ী শ্রমিক অবসর নিয়েছেন। ৭ জন শ্রমিক কর্মজীবন চলা অবস্থায় প্রয়াত হন। বর্তমানে ফ্যাক্টরিতে ৩৮ জন স্থায়ী শ্রমিক রয়েছে। ফ্যাক্টরির কাজ বাড়লেও স্থায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে না। ফলে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ছে। বর্তমানে ফ্যাক্টরিতে ৩১০ জন অস্থায়ী শ্রমিক আছে। এই অস্থায়ী শ্রমিকদের মধ্যে থেকে সিনিয়ারিটি অনুসারে স্থায়ীকরণের দাবিতে সিআইটিইউর এই জোরদার আন্দোলন। সভা থেকে ঘোষণা করা হয় দাবি না মানলে জুলাই মাসের শেষ সপ্তাহে মহকুমা শাসকের দপ্তর অভিযান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *