
উত্তম মণ্ডলঃ
ধুমধামের সঙ্গে হনুমানের পুজো করা হয় ঠিকই, কিন্তু যখন জ্যান্ত হনুমান তাণ্ডব চালায়, তখন আতঙ্কিত হয় মানুষ! এ রকমটাই ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানার তাঁতিপাড়া গ্রামের হাটতলায়। কয়েকদিন ধরেই একটি হনুমান সেখানকার বাসিন্দাদের আতঙ্কিত সন্ত্রন্ত করে রেখেছে। হনুমানটি হাটতলার বিভিন্ন দোকানে ও বাড়িতে ঢুকে কামড়ে দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত এই হনুমানটি তাঁতিপাড়ার হাটতলার ব্যবসায়ী চঞ্চল সেনকে কামড়ে দিয়েছে। আরও বহু মানুষকে তাড়া করেছে। এই হনুমানের আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাঁতিপাড়া হাটতলার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। তাঁতিপাড়া হাটতলা এলাকাটা হচ্ছে একটি ব্যবসায়িক জায়গা। আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ কেনাকাটা করার জন্য এখানে প্রতিদিনই আসেন। এখন মানুষজন এখানে আসতে চাইছেন না। এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। গতকাল বনদপ্তরের কর্মীরা এই হনুমানটিকে খাঁচা বন্দি করতে ব্যর্থ হয়েছেন। সব মিলে এলাকার মানুষ চাইছেন, শীঘ্রই এই হনুমানটিকে খাঁচা বন্দি করে নিয়ে যাক বনদপ্তর। এলাকা আতঙ্কমুক্ত হোক।