
সেখ রিয়াজুদ্দিনঃ
কাঁকরতলা থানার ওসি মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই স্থানীয় থানা এলাকায় টহলরত পুলিশের মোবাইল ভ্যানকে তড়িঘড়ি হজরতপুর রেল সাইডিং এর চতুর্দিকে অভিযান চালানোর নির্দেশ দেন। সেই মোতাবেক পুলিশ ভ্যান এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা গা ঢাকা দেয়। হজরতপুর রেলওয়ে হল্ট সংলগ্ন এলাকায় হানা দেওয়ায় রেলওয়ের লোহার বার চুরি রোধ করা হয়েছে। স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ কয়লা পাচার রোধে পুলিশের টহল অব্যাহত। সেই অবস্থায় রেলওয়ে বার চুরির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্তরা পুলিশের উপস্থিতির টের পেয়ে গা ঢাকা দেয়। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বহু সংখ্যক প্রায় ৪০ ফুট লম্বা রেলওয়ে লোহার বার ও বিভিন্ন সাইজের ১৫ পিস রেললাইন বার। যাহা আনুমানিক ১০০ ফুট রেললাইন বার। এগুলি মূলত পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর রুটের হজরতপুর রেল সাইডিং সংলগ্ন এলাকায় পড়ে থাকা রেললাইন বার থেকে কেটে নেওয়া হয়েছিল।
জানা যায় যে গোপন তথ্য অনুসারে, হযরতপুর রেল কোল সাইডিং এলাকায় কয়লা বিরোধী অভিযান চালাতে গিয়ে কয়লা ভর্তি মোটরসাইকেল আটক করা হয়। যার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে।
এরূপ পুলিশি পদক্ষেপের ফলে, পূর্ববর্তী এলাকা থেকে ১০০ মিটার দূরে রেলওয়ে সম্পত্তির বিরুদ্ধে আরেকটি অপরাধ প্রতিরোধ করা হয়েছে। পুলিশ বিভিন্ন আকারের রেলওয়ে লোহার বার উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডারও পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর।