চালক খালাসি সহ অবৈধ বালি ভর্তি ডাম্পার এবং কয়লা বোঝাই মোটরসাইকেল আটক

সেখ রিয়াজুদ্দিনঃ

ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে বুধবার রাতভর জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালানো হয়। সেক্ষেত্রে মহম্মদবাজার থানার শেওড়া কুড়ি মোড়ে মুর্শিদাবাদ জেলার শেরপুর খড়গ্রাম গামী বালি বোঝাই একটি ডাম্পার ধরা পড়ে অতিরিক্ত বালি বোঝাই অবস্থায়। যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির চালক খালাসি সহ ডাম্পারটি আটক করে পুলিশ। এদিকে চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে তারা সিউড়ি থানার বাঁশঝোর গ্রাম সংলগ্ন ময়ূরাক্ষী নদী থেকে সরাসরি জেসিবি মেশিনের সাহায্যে বালি উত্তোলন করছেন। যদিও বর্ষা মরসুমে নদীগর্ভ থেকে সরাসরি বালি উত্তোলন নিষিদ্ধ।
দ্বিতীয়ত সিউড়ি থানার অধীনস্থ ঝোড়োমাঠের কাছে জাতীয় সড়কের উপর সিউড়িগামী একটি কয়লা বোঝাই মোটরসাইকেলের পেছনে ধাওয়া করে আটক করা হয়। যদিও সুযোগ বুঝে বাইক আরোহী গাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানতে পারেন যে দুবরাজপুর থানার ঘাট গোপালপুর থেকে প্রায় ৮ কুইন্টাল কয়লা বোঝাই করা অবস্থায় বিক্রির উদ্দেশ্যে বেরিয়েছিল। চালক ও খালাসি সহ বালি বোঝাই ডাম্পার এবং কয়লা বোঝাই মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চালক খালাসি এবং গাড়ি মালিক উভয়ের বিরুদ্ধেই সুনির্দিষ্ট মামলা শুরু হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *