
শম্ভুনাথ সেনঃ
স্কাউট অ্যান্ড গাইড এর ক্ষেত্রে দেশের সেরা সম্মান হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুরের এক যুবক অনুপম চক্রবর্তী। গত ২২ জুলাই, মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে এই পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, দেশের সেরা ১৬ জন স্কাউট গাইড ডোভার কে এই পুরস্কার দেওয়া হয়। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বীরভূমের অনুপম চক্রবর্তী। এই সংবাদ ছড়িয়ে পড়তে জেলার মানুষ তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে তিনি সম্মানিত এবং গর্বিত বলে জানিয়েছেন। এই পুরস্কারে আগামী দিনে তার সরকারি চাকুরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে অনুপম বাবুর বিশ্বাস। অনুপমবাবু চিনপাই হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং বোলপুর বেসরকারি কলেজ থেকে তিনি বি.টেক ডিগ্রী অর্জন করেন। এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। খুব ছোটবেলাতেই তিনি বাবাকে হারান। কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে বলে তার বিধবা মা বাণী চক্রবর্তী জানিয়েছেন। পাশাপাশি মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি এই স্কাউটিং চর্চার সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি পশ্চিম বর্ধমানের জেলা শিশু সুরক্ষা ইউনিটে কর্মরত। আসানসলের রেলওয়ে ডিভিশনের হসপিটাল গ্রুপের তিনি একজন সদস্য। উল্লেখ্য, ভারত সরকারের জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের পরিচালনায় এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন কঠোর অনুশীলন এবং প্রশিক্ষণ দিয়ে তরুণ তরুণীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ দেন। দীর্ঘদিন ধরে অনুপমবাবু এই কাজে যুক্ত থাকার সুবাদে তিনি পেলেন রাষ্ট্রপতি সম্মান। অনুপমবাবুর এই সম্মানে গর্বিত বীরভূমবাসী।
ছবি ও ভিডিওঃ নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম