বীরভূমের লাভপুরে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৮ তম জন্মজয়ন্তী উদযাপন

শম্ভুনাথ সেনঃ

এবারও ৮ শ্রাবণ (২৫ জুলাই) সাড়ম্বরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৮ তম জন্মজয়ন্তী ও স্মৃতিতর্পণ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে সেই সঙ্গে বীরভূম জেলা প্রশাসন এবং লাভপুর পঞ্চায়েত সমিতি ও বীরভূম সংস্কৃতি বাহিনীর সহায়তায় লাভপুর ধাত্রীদেবতায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় তারাশংকর বন্দ্যোপাধ্যায় এর জন্মজয়ন্তী উৎসব। গতকাল ২৪ জুলাই এ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ। উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বিডিও শিশুতোষ প্রামাণিক সহ তারাশঙ্কর অনুরাগী মানুষজন। ২৫ জুলাই তারাশঙ্করের মূর্তিতে মাল্যদান এবং প্রভাত ফেরির মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় ছাত্র-ছাত্রী সহ লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিক ঘোড়া নৃত্য, মুখোশ নৃত্য, বহুরূপী দল প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে।

উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, শিবাশীষ মুখোপাধ্যায়, স্থানীয় লাভপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক, প্রবীণ ব্যাক্তিত্ব তারাশংকর বন্দ্যোপাধ্যায় এর জীবন্ত চরিত্র ডাঃ সুকুমার চন্দ্র এমন বহু তারাশঙ্কর অনুরাগী ব্যক্তিত্বরা। উল্লেখ্য সুকুমার চন্দ্রের আর্থিক সহায়তায় ধাত্রী দেবতায় গড়ে ওঠা একটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করা হয়। সকালে স্থানীয় বিদ্যালয়গুলির পড়ুয়াদের নিয়ে শুরু হয় প্রভাতফেরী। বেলা দশটায় ধাত্রীদেবতায় অনুষ্ঠিত হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান। এদিন তারাশংকর রচিত গান পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী কার্তিক দাস বাউল, সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ। লাভপুর ব্লকের পড়ুয়াদের নিয়ে তারাশংকর বিষয়ক ক্যুইজ, প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাহিত্যসভা। এদিন ডঃ পরিমল চট্টোপাধ্যায় এর সম্পাদনায় “অংশুলা” সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকার পক্ষ থেকে কবি সুখেন্দু ভট্টাচার্যকে দেওয়া হয় সম্মাননা। সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে ছিল বীরভূম সংস্কৃতি বাহিনী। সঞ্চালনায় ছিলেন সংস্কৃতি বাহিনীর কর্ণধার তথা শিক্ষক ড: উজ্জ্বল মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *