
শম্ভুনাথ সেনঃ
আলু বোঝায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয়। আহত হয় আরো তিনজন। গুরুতর আহত এই তিন জনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ২৬ জুলাই বীরভূমের মুরারই থানার বঠিয়া গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রাস্তার ধারে বসে ঐ গ্রামের ছয় জন মহিলা মিলে ছাগল চরাচ্ছিল। রাস্তা থেকে তারা একটু দূরে বসেই গল্প করছিল। এমন সময় মুরারই থেকে নলহাটি যাওয়ার সময় আলু বোঝায় ঐ ট্রাক্টরটি ওদেরকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যায় একজন। মৃত মহিলার নাম চেনবানু বিবি।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম