
দীপককুমার দাসঃ
আজ শনিবার সিউড়ীতে সবুজের পরিবার ও প্রেরণার উদ্যোগে সবুজের বার্তা দিয়ে সিউড়ি জেলা স্কুল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা এই শোভাযাত্রার সূচনা করেন। একটি গাছ, একটি প্রাণ, গাছ লাগান, গাছ বাঁচান, প্ল্যাষ্টিক দূষন থেকে পরিবেশকে বাঁচাতে প্ল্যাষ্টিক ব্যবহার বন্ধ করুন -এমন সব প্ল্যাকার্ড হাতে সবুজের পরিবার, প্রেরণার সদস্যদের সঙ্গে বীরভূম জেলা স্কুলের ছাত্র ও শিক্ষকরা পা মেলান। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সিউড়ি পৌরসভার কাউন্সিলর দেবদাস সাহা, প্রেরণার কর্ণধার মৃণালজিৎ গোস্বামী, সবুজের পরিবারের সম্পাদক দীপক কুমার দাস, এডমিন রফিকুল আলি প্রমুখ।

শোভাযাত্রার পাশাপাশি ছাত্রদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবির প্রায় চারশো জন ছাত্রের চক্ষু পরীক্ষা করা হয়। এরপর একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরভূম জেলা স্কুলের অডিটোরিয়াম হলে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা। গান, আবৃত্তি, নৃত্যের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বটবৃক্ষে জল সিঞ্চন করে বৃক্ষরোপণের জন্য বার্তা দেওয়া হয়।এরপর বীরভূম জেলা স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিশেষ অতিথিরা।এরপর প্রায় পাঁচ শতাধিক ছাত্রদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয়। সবুজের পরিবারের পক্ষে সম্পাদক দীপক কুমার দাস জানান, মোবাইলের যুগে ছাত্রদের চোখের ক্ষতি হচ্ছে অল্প বয়সেই। তাই তাদের মোবাইলের কুফল সম্পর্কে বার্তা দিতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। আর দৃষণ মুক্ত পৃথিবীর লক্ষ্যে ও গাছ লাগাতে উৎসাহ দিতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বহু জনের অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান ছিল জমজমাট।
