শারদীয়া দুর্গোৎসবে এবার পুজো অনুদান দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা, সরকারিভাবে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শম্ভুনাথ সেনঃ

আগামী ২০২৫ সালের দুর্গোৎসবে দুর্গাপুজো কমিটি গুলিকে এবার এক লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান দেওয়া হবে। গত বছর এই অনুদান দেওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ৩১ জুলাই বিকেলে কলকাতা ইণ্ডোর স্টেডিয়াম থেকে আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সমন্বয় ও প্রশাসনিক বৈঠক সভায় এই বার্তা ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এবার শুরু হবে চার দিনের দুর্গোৎসব। বহু আগে থেকে এবার এই পুজো অনুদান ঘোষণা করায় পুজো কমিটি গুলি বেশ খুশি। মুখ্যমন্ত্রীর এই সভা ভার্চুয়ালি বীরভূমেও প্রতিটি ব্লকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়। উপস্থিত ছিলেন ব্লক ও পুলিশ প্রশাসন সহ পুজো কমিটির উদ্যোক্তারা। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনকে যেমন কড়া নির্দেশ দেন, তেমনি পুজো কমিটিগুলিকেও দেন নানান পরামর্শ। প্রতিটি পুজো প্যাণ্ডলে অগ্নি নির্বাপন ব্যবস্থা, জনকল্যাণ ও জনস্বাস্থ্যকর হোর্ডিং সহ স্বাস্থ্য বিষয়ক শিবির করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আসান থেকে ভাসান পর্যন্ত কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার নজরদারি সহ প্রশাসনকে তৎপর থাকার এদিন কড়া বার্তা দেন তিনি। পুজো ক’দিন জেলা স্তরে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য বীরভূমের দুবরাজপুর ব্লক স্তরে দুবরাজপুর পৌরসভার এক সভাকক্ষে জায়েন্ট স্ক্রিনে সরাসরি এই সম্প্রচার দেখানো হয়। উপস্থিত ছিলেন বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার আধিকারিক,পৌর কাউন্সিলর সাগর কুন্ডু সহ স্থানীয় ১০টি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার পুজো উদ্যোক্তাদের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *