
বিজয়কুমার দাসঃ
তিলপাড়া ব্যারেজে ফাটল সৃষ্টির কারণে ব্যারেজ দিয়ে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, ঐ ব্যারেজ দিয়ে প্রতিদিন ভোর থেকে রাত্রি পর্যন্ত মালবাহী ভারী লরির নিত্য যাতায়াত ছিল। ব্যারেজ বন্ধের কারণে সিউড়ি সহ মাসাঞ্জোর গামী লরিগুলি সাঁইথিয়া নতুন ব্রিজ দিয়ে যাতায়াত করছে। এর ফলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সাঁইথিয়া নতুন ব্রিজ সহ সন্নিহিত এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।যানজট সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ। সাইকেল,টোটো,অটোয় যাতায়াত দু:সাধ্য হয়ে উঠেছে। উল্লেখ করা যেতে পারে,ময়ূরাক্ষি নদির ওপর সত্তরের দশকে নির্মিত নতুন ব্রিজটিও যথেষ্ট দুর্বল। মেরামতির কারণে ব্রিজটি দীর্ঘদিন বন্ধ থাকার পর কয়েক মাস আগে চালু করা হয়েছে। এছাড়াও সাঁইথিয়ার রেলব্রিজ বন্ধ, যাতায়াত বন্ধ ময়ূরাক্ষির ওপরে নির্মিত কজওয়ে দিয়েও। স্বভাবতই যানবাহন চলাচলের একমাত্র রাস্তা নতুন ব্রিজ। তার ওপর তিলপাড়া ব্যারেজ বন্ধের কারণে প্রচুর যানবাহনের ভার বইতে হচ্ছে নতুন ব্রিজকে। স্বভাবতই যানজট হয়ে উঠেছে নতুন ব্রিজ এলাকায় এখন নিত্যদিনের যন্ত্রণা।