কথা সাহিত্যিক সমরেশ বসু ও কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ স্মরণে “অভিমুখ” পত্রিকা প্রকাশিত হলো বীরভূমের সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

কথা সাহিত্যিক সমরের বসু ও কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের লক্ষ্যে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ২ আগষ্ট বীরভূমের সিউড়িতে “অভিমুখ” পত্রিকা প্রকাশিত হলো। সদর সিউড়িতে বীরভূম সাহিত্য পরিষদের সভাকক্ষে এই “অভিমুখ” মননশীল প্রবন্ধ পত্রিকার দ্বাদশ বর্ষের প্রথম সংখ্যা এদিন প্রকাশিত হয়। পত্রিকাটি সম্পাদনা করেছেন সাহিত্যসেবী অমরেন্দ্র দত্ত। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন অভিমুখ পত্রিকার স্থায়ী সভাপতি ড.পার্থসারথি মুখোপাধ্যায়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বীরভূম সাহিত্য পরিষদের স্থায়ী সভাপতি শিক্ষাবিদ শান্তি কুমার মুখোপাধ্যায়। সমবেতভাবে পত্রিকার মোড়ক উন্মোচন করেন সভার সভাপতি, প্রধান অতিথি ও পত্রিকার সম্পাদক মণ্ডলী। অনুষ্ঠানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কথা সাহিত্যিক সমরেশ বসুর জীবনালেখ্য নিয়ে আলোকপাত করেন অধ্যাপক কবি তপন গোস্বামী ও শিক্ষক প্রাবন্ধিক অনিন্দ্য বিশ্বাস। উভয়ের সুন্দর বক্তব্য দর্শক ও শ্রোতাদের খুব সহজেই মন ছুঁয়ে দেয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী অলোকা গাঙ্গুলী ও বিমল সোম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সুশান্ত রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *