
শম্ভুনাথ সেনঃ
বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য যে ধারাবাহিক উদ্যোগ তাতে সম্প্রতি একটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে, “আমাদের পাড়া আমাদের সমাধান”। এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকারের ভিত্তিতে তা সমাধান করা হবে। বীরভূমের ইলামবাজার ব্লকের ঘুড়িষায় আজ ৬ আগষ্ট তিনটি বুথ নিয়ে প্রথম এই কর্মসূচি শুরু হল। এদিন ঘুড়িষার সিনিয়র মাদ্রাসা স্কুলে “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে সকাল থেকেই ছিল এলাকার সাধারণ মানুষজনদের ভিড়।

পানীয় জল, স্ট্রিট লাইট, ড্রেন, জল নিকাশী এমন নানা সমস্যা নিয়ে হাজির হয় এলাকার মানুষ। আগামী দু মাস ধরে ৪৯ টি ক্যাম্প অনুষ্ঠিত হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বুথ পিছু দশ লক্ষ টাকার কাজ করা হবে বলে ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ অনির্বাণ মজুমদার জানিয়েছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ঘুড়িষা গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
