
শম্ভুনাথ সেনঃ
বোমায় উড়লো যুবকের হাতের কব্জি। আশঙ্কাজনক অবস্থায় তাকে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বীরভূমের নলহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাথর শিল্পাঞ্চল যাওয়ার রাস্তার ধারে। জখম যুবকের নাম সিলন শেখ। গতকাল গভীর রাতে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম যুবক সিলন শেখের বাবা গোলাম মোস্তফা বলেন, “রাতে খবর পায় ছেলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে এসে দেখি ছেলের ডান হাতের কব্জি উড়ে গিয়েছে। হাতের হাড় বেশ কিছুটা বেরিয়ে চলে এসেছে”। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরোনো বিবাদের জেরে বোমা ছুড়তে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। তবে কাদের লক্ষ্য করে বোমা ছুঁড়ছিল সেটা জানা যায়নি। নলহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।