জেলা বিজেপির ধিক্কার মিছিল বীরভূমের রামপুরহাটে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়িতে বিজেপি নেতা কর্মীদের মিথ্যে মামলায় জেলবন্দী এবং রামপুরহাটে বিজেপির মহিলা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ করার প্রতিবাদে আজ ৬ আগষ্ট বীরভূমের রামপুরহাটে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে সহ বিজেপির স্থানীয় কর্মী ও সমর্থকরা।
বিজেপির দাবী, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা ও কর্মীদের উপর শাসক দল ও তাদের আশ্রিত দুষ্কৃতকারীরা হামলা চালাচ্ছে। শাসক দলের নেতাদের কথায় বিজেপি নেতা ও কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। তারই প্রতিবাদে বিজেপির এই প্রতিবাদ মিছিল। বিজেপির অভিযোগ বীরভূমের তিলপাড়া ব্রীজ সংস্কারের প্রায় ৩০ কোটি টাকা তছরুপ করা হয়েছে। তারফলে কাজ না হওয়ায় বর্তমানে তিলপাড়া ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই ৩০ কোটি টাকা তছরুপের প্রতিবাদে সিউড়িতে বিক্ষোভ মিছিল করে বিজেপি। বিজেপির সেই বিক্ষোভ মিছিল চড়াও হয় তৃণমূল কংগ্রেস। উল্টে সিউড়ি থানার পুলিশ বিজেপির নেতা কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করে তাদের জেলে পাঠিয়েছে। এই গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা ও কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যদিকে বীরভূমের রামপুরহাটে বিজেপির পথ অবরোধ কর্মসূচি থেকে বিজেপির নেতা কর্মীদের উপর রামপুরহাট থানার পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। সেই লাঠিচার্জে বিজেপির তিন মহিলা কর্মী সহ প্রায় ৮ জন বিজেপির কর্মী ও সমর্থক আহত হন। তাদের মধ্যে চারজনকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির দাবী তৃণমূল কংগ্রেসের নির্দেশে পুলিশ বিজেপি নেতা ও কর্মীদের উপর মিথ্যে মামলা দিচ্ছে ও লাঠিচার্জ করছে। তারই প্রতিবাদে আজ বিজেপির এই ধিক্কার মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *