
শম্ভুনাথ সেনঃ
কুয়ে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে বীরভূমের লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের খাঁপুর গ্রাম। গতকাল গভীর রাতে আচমকা নদীর বাঁধ ভেঙে যায়। যার ফলে গ্রামে ঢুকে পড়ে নদীর জলের স্রোত। মুহূর্তে প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ চাষের জমি, বাড়িঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার।

স্থানীয় মানুষের অভিযোগ নদীর বাঁধটি ঠিবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। বহুবার ইরিগেশন দপ্তরে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে এবং কিছু এলাকায় নৌকার মাধ্যমে উদ্ধার কাজ চলছে। দ্রুত নতুন ও মজবুত বাঁধ নির্মাণ হোক এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক বলে স্থানীয় মানুষ দাবি তুলেছেন।