
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরে সাত সকালে এক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম দেবনারায়ণ রায় (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে বোলপুর বাজারের ভিতরে বেপরোয়া ভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য ওই ব্যক্তির অকালে প্রাণ গেল। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের উপর লজ মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে বাসটি পিছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে। তখন ওই ব্যক্তি চাকার তলায় পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসন। পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ বোলপুর মহকুমা হসপিটালে পাঠানো হয়।