শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার ভিড় রাজনগরে

উত্তম মণ্ডলঃ

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালার ভিড় দেখা গেল জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর থানার গৌরীবাগান থেকে নাকাশ মা মঙ্গল চণ্ডী মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে। প্রায় দু’ কিলোমিটার দূরে স্থানীয় গাংমুড়ি গ্রাম পেরিয়ে ভদ্রকালী মন্দির সংলগ্ন কুশকর্ণী নদী থেকে জল এনে পায়ে হেঁটে সেই জল ঢালা হয় শিবের মাথায়। মন্দির তরফে ভক্তদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা। মন্দিরের সামনে ছিল রেশমি ক্যারাটে অ্যাকাডেমির তরফে মেয়েদের ক্যারেটে প্রদর্শনী। আর ছিল বস্ত্র বিতরণ। নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে মানত করে গ্রামের আশিস দত্তের পুত্র সন্তান লাভ হয়েছে আর সেই আনন্দে তিনি আজ এখানে দু:স্থদের বস্ত্র বিতরণ করেন। এ সম্পর্কে রাজনগর নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরের তরফে সন্দীপ সিংহ আজকের বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, মূলত ভিক্ষা করেই বিগত ১৮ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। প্রায় হাজার পাঁচেক ভক্ত এখানে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *