শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মোৎসর্গ দিবস পালন, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং অল্প বয়সেই শহীদ হয়েছিলেন। তিনি ১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯০৮ সালের ১১ই আগস্ট শহীদ হন। প্রফুল্ল চাকীর সাথে মিলে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন এবং এই কারণে তিনি স্মরণীয়। যদিও তিনি বিচারে দোষী সাব্যস্ত হন এবং তাকে ফাঁসি দেওয়া হয়। তার আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তার আত্মত্যাগ এবং সাহস আজও স্মরণ করা হয়। সে হিসেবে আজকে ১১ ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মোৎসর্গ দিবস পালন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সেরূপ এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির ছাত্র, যুবক, মহিলা সংগঠনের পক্ষ থেকে সিউড়ি মসজিদ মোড়ে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সাধারণ মানুষ সহ, ছাত্র, যুবক, মহিলা সকলেই শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ ক্ষুদিরাম বসুর বিপ্লবী রাজনৈতিক জীবনবৃত্তান্ত নিয়ে আলোকপাত করেন বক্তারা। উপস্থিত ছিলেন মহিলা, ছাত্র এবং কিশোর সংগঠনের পক্ষ থেকে যুথিকা ধীবর, কৃষ্ণা মাইতি, স্মৃতিপর্না রুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *