
শম্ভুনাথ সেনঃ
পিছিয়ে পড়া আদিবাসী পরিবার গুলিকে প্রাণী পালনের মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্যে দেওয়া হল শূকরের ছানা। প.ব. প্রাণিসম্পদ দপ্তর বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ষাটপলষা, কোটাসুর এমন বিভিন্ন পঞ্চায়েতের কুড়িটি আদিবাসী পরিবারকে আজ ১৩ আগস্ট এই শূকর ছানা বিতরণ করা হয়। এটি প্রাণিসম্পদ দপ্তরের আত্মা প্রকল্পের মাধ্যমে দরিদ্র আদিবাসী পরিবারগুলিকে স্বনির্ভর করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিক উজ্জ্বল রায়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গরীব ও আদিবাসী মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। উল্লেখ্য, শুকর পালন একটি লাভজনক ব্যবসা। যাতে তারা এই প্রাণী পালনের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করতে পারে, তেমন উদ্দেশ্যেই তাদের হাতে এই প্রাণী দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ষাটপলষা এলাকার এক উপভোক্তা কবিরাজ হেমরম।