
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় আজ ২১ আগস্ট ৬২ তম “শ্রীশ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড টুর্নামেন্টের” চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। টান-টান উত্তেজনা, ফুটবল প্রেমীদের উৎসাহ আর উদ্দীপনায় দুবরাজপুর সারদা ফুটবল ময়দানের দর্শক আসন ছিল পরিপূর্ণ। দুবরাজপুর পুরশহর, স্থানীয় গ্রাম এলাকার অন্ততঃ ১০,০০০ ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতা এবারও ছিল বেশ জমজমাট। এবারের এই ৬২ তম চূড়ান্ত প্রতিযোগিতায় “পশ্চিম বর্ধমানের জামুরিয়া শ্যাম মেটালিক ফুটবল একাডেমি” এর মুখোমুখি হয় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর যীশু ইলেভেন ফুটবল দল। শেষ পর্যন্ত ১-০ গোলে জয়লাভ করে শ্যাম মেটালিক। উল্লেখ্য, রাজ্যের ৮টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয় গত ১০ আগস্ট।

এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন আই এফ এর প্রাক্তন রেফারি চিত্তরঞ্জন দাশ মজুমদার, স্থানীয় পুরপ্রধান পীযূষ পাণ্ডে, বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, বিশিষ্ট বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ রুজ সহ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ ও অন্যান্য মহারাজরা। এদিন বিজয়ীদের হাতে ঠাকুর ভূপানন্দ নামাঙ্কিত ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। বিজেতাদের দেওয়া হয় ব্রহ্মচারী নিত্যচৈতন্য নামাঙ্কিত ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা। এছাড়া ২টি দলের খেলোয়ারদের ব্যক্তিগত পুরস্কার, রেফারিদের সন্মাননা, ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ, এমন নানা পুরস্কার তুলে দেওয়া হয়।
