শম্ভুনাথ সেনঃ
আবারো ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটলো বীরভূমের দুবরাজপুরে। দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ গড়াই ও তার পুত্র তপন গড়াইয়ের দুবরাজপুর “বন্ধন” ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ টাকা উধাও। এই মর্মে গত ৬ জুলাই দুবরাজপুর থানা এবং সিউড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, গত ৫ জুলাই দুপুর একটা নাগাদ বন্ধন ব্যাংকের আধিকারিক এর পরিচয় দিয়ে ৯৮২৭৪২৬৩১০ নাম্বার থেকে ফোন আসে। বন্ধন ব্যাঙ্ক কর্মী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি এমন ভাবে তপন গড়াইয়ের সঙ্গে ফোনে কথা বলেন, (একাউন্ট সংক্রান্ত ইন্টারনাল তথ্য একমাত্র ব্যাংক কর্মীর কাছেই থাকে) শেষ পর্যন্ত তপনবাবু ঐ ব্যক্তিকে ব্যাংক কর্মী হিসাবে বিশ্বাস করেন। এরপর তাঁকে “অটো ফরওয়ার্ড এসএমএস টু পিসি” নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপটি ডাউনলোড করার পরেই ধাপে ধাপে তপন গড়াই এবং তার পরিবারের সদস্যদের ঐ ব্যাংকের তিনটি সেভিংস অ্যাকাউন্ট থেকে মোট ১০ লক্ষ ৯২ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রতারকদের এই নতুন কায়দায় জালিয়াতির খবর চাউর হতেই আতঙ্কিত ব্যাংকের আমানতকারীরা। তপনবাবু জানান, এই টাকা ফেরত পাওয়া যাবে কি-না সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা দেয়নি বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ।