সনাতন সৌঃ
বীরভূমের সিউড়ি সংলগ্ন কেন্দুলি গ্রামে ৮ জুলাই নবরূপে প্রতিষ্ঠিত হয় দুর্গা মন্দির। এই উপলক্ষে গ্রামের মা ও মেয়েরা নবপোশাকে সংলগ্ন ময়ূরাক্ষী নদী থেকে ১০৮ কলসযাত্রায় মঙ্গল বারি নিয়ে আসে মন্দিরে। সকাল থেকেই শুরু হয় যাগযজ্ঞ, নাম সংকীর্তন। ড. সচ্চিদানন্দ ব্রহ্মচারী মহারাজের হাত ছুঁয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়। কেন্দুলী সন্নিহিত অন্যান্য গ্রাম থেকেও সমাগম হয় ভক্ত-পুণ্যার্থীদের। উল্লেখ্য, প্রায় দেড়’শ বছর পূর্বেই গ্রামের বৈষ্ণব সম্প্রদায় এই মন্দির নির্মাণ করেন। কালক্রমে মন্দিরের ভগ্নদশার হাত থেকে রেহাই পেতে গ্রামবাসীদের আর্থিক সহায়তায় নবরূপে সেজে উঠে এই দুর্গা মন্দির। দুদিন ধরে আনন্দে মাতোয়ারা এলাকার মানুষজন।