নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
সোমবার সকালে সাঁইথিয়া ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার মায়া সাহার বাড়িতে কয়েকজন ইডি অফিসার ঢুকে কাউন্সিলারের বাড়ি তল্লাসী করেন। জানা গেছে, নিয়োগ দুর্নীতির কারণে এই তল্লাসী। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ইডি অফিসাররা সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকা হানা দেন মায়া সাহার বাড়িতে। নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। মায়া সাহার বাড়ির নিচের তলায় প্রবেশপথের পাশেই ৯ নং ওয়ার্ড তৃণমূল কার্যালয়েও অফিসাররা তল্লাসী করেন।
উল্লেখ্য, একই দিনে একই সময়ে মূর্শিদাবাদের বরোঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও ইডি অফিসাররা হানা দেন। বিধায়ক সাহা অফিসারদের দেখে তাঁর মোবাইল ফোন গাছের ঝোঁপে ছুঁড়ে ফেলে দিয়ে পালাতে চেষ্টা করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালেও শ্রীসাহা গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন। পরে জামিনে ছাড়া পান।
বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সাঁইথিয়ার কাউন্সিলার মায়া সাহার ভাইপো। মায়া সাহা এবং তাঁর স্বামী ডিটু সাহার সঙ্গে বিধায়ক জীবনকৃষ্ণের লেনদিন ছিল বলেই ইডির ধারণা। উল্লেখ্য, ডিটু সাহা ব্যবসার সঙ্গে যুক্ত। সাঁইথিয়ায় তাঁর একটি লজ ছাড়াও বিভিন্ন ব্যবসা আছে। সম্ভবত নিয়োগ দুর্নীতি সূত্রেই ইডি অফিসাররা হানা দেন মায়া সাহার বাড়িতে। বেশ কিছুক্ষণ অফিসাররা তল্লাসী ও জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।