বীরভূমে মহম্মদবাজার ব্লকে ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পে জমিদাতাদের  ২৬০ জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে গত ৮ জুলাই একটি অনুষ্ঠানের মাধ্যমে ডেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক বিধান রায় সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, SRDA এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রকল্পে স্বেচ্ছায় যারা জমিদান করেছেন, তাদের মধ্যে থেকে ২৬০ জনের হাতে জুনিয়র কনস্টেবল পদের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বীরভূমের ডেউচায় এশিয়ার দ্বিতীয় এই বৃহত্তম কয়লা খনি প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। জল গড়িয়েছে বহুদূর। একাধিক এলাকা থেকে বিরোধ সংগঠিত হয়েছে। জমিদাতাদের ভুল বোঝানোর জন্য আদিবাসীরা নানারকম মহাসভা গঠন করে বিক্ষোভও দেখায়। কিন্তু শেষ পর্যন্ত সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী চাকরীর নিয়োগ পত্র পেলেন জমিদাতারা। গত বছর নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটি মানবিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। যাতে ঘোষণা করা হয়েছিল, যাঁরা এই প্রকল্পের জন্য স্বেচ্ছায় জমি দান করবেন, তাদের পরিবারের মধ্যে থেকে মনোনীত সদস্যকেই জুনিয়র কনস্টেবল পদে প্রাথমিক ভাবে চাকরি দেওয়া হবে। প্রতিশ্রুতি অনুযায়ী এদিন নিয়োগপত্র পেয়ে স্বভাবতই খুশি জমিদাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *