
শম্ভুনাথ সেনঃ
শাস্ত্র মতে ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে সুখ-সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্মদিন। তাই প্রতি বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গণেশ পূজা। গৃহস্থ বাড়ির পাশাপাশি ব্যবসায়ীরা সার্বজনীন ভাবেও এই গণেশ চতুর্থীতে গণেশ পুজোয় মেতে ওঠেন। উল্লেখ্য, গনেশ পূজা হলো হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি হিন্দু ধর্মের দেবতা গণেশের জন্মদিন হিসেবে ধরা হয়। জ্ঞান ও সমৃদ্ধির দেবতা হিসেবে এবারও বীরভূমের দুবরাজপুরে মাড়োয়ারি কিশোর সংঘের উদ্যোগ ও আয়োজনে আজ ২৭ আগস্ট সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা। এবছর এই পূজা ১৫ তম বর্ষে পদার্পণ করলো বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এই পূজা উপলক্ষে মাড়োয়ারি ধর্মশালায় মূর্তি পূজা ও দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে শিব ড্যান্স একাডেমীর পরিচালনায় শিব নৃত্য। ক্লাবের সভাপতি বিনীত ভীমরাজকা এ তথ্য জানিয়েেন। অন্যান্য বছরের মত এ বছরও প্যান্ডেল ও আলোকমালায় সেজে উঠেছে পূজা অনুষ্ঠান। দুবরাজপুর এর মাড়োয়ারী সম্প্রদায়ের পরিচালনায় প্রতিবছর এই গণেশ চতুর্থী উদযাপিত হয়। এই পুজো উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠেন এলাকার মানুষজন। আগামী দিনেও সাড়ম্বরে এই গণেশ পূজার আয়োজন করা হবে বলে তারা আশাবাদী।

