
শম্ভুনাথ সেনঃ
আজ ৩০ আগষ্ট বেলা সাড়ে এগারটা পর্যন্ত পোস্ট অফিসের তালা খোলেনি। গ্রাহকরা দাঁড়িয়ে পোস্ট অফিসের সামনে। তাদের অনেকেরই অভিযোগ পোস্ট অফিস নিয়মিত খোলা হয় না, এমনকি পোস্টমাস্টার বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ এনেছেন ২-১ জন গ্রাহক। ঘটনাটি বীরভূমের ইলামবাজার ব্লকের অন্তর্গত ডুমরুট শাখা ডাকঘরের। এখানে পোস্টমাস্টার রয়েছেন অলিভিয়া জানা। পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। ২০২৩ সালে জুলাই মাসে তিনি এই ডাকঘরে পোস্টমাস্টার পদে যোগদান করেন। কেন খোলা হয়নি, তাকে ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমার শরীর খারাপ যেতে পারিনি”। নিয়মিত খোলা হয় না এবং দেরি করে পোস্ট অফিসে আসেন সে কথাও তিনি স্বীকার করেন। এখন এই ঘটনায় গ্রাহকরা হচ্ছেন হয়রানির শিকার। টাকা জমা বা তোলার ক্ষেত্রে তাদের দারুন অসুবিধা হয়।
