
শম্ভুনাথ সেনঃ
শীতের আগেই সেজে উঠবে বীরভূমের অন্যতম সতীপীঠ তথা উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বর পর্যটন ক্ষেত্র। স্নানের ঘাটে শ্যাওলা জমার কারণে স্নানার্থীদের দীর্ঘদিন ধরে নানা অভিযোগ। বেশ ক বছর আগেই বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠিত হলেও পর্যটন ক্ষেত্রে তেমনভাবে উন্নয়ন চোখে পড়ে না বলে এলাকার মানুষের দাবি। কটেজ গুলি জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। তেমনভাবে আমি আলো এবং পানীয় জলের ব্যবস্থা এখনো হয়নি। সেই কারণে উন্নয়ন পর্ষদ সেই সঙ্গে বীরভূম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তীর্থক্ষেত্র বক্রেশ্বরকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জন্য যাদবপুর থেকে জলাশয় বিশেষজ্ঞদের নিয়ে এসে গতকাল ২৯ আগস্ট বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ এলাকাটি ঘুরে দেখেন তারা। উল্লেখ্য, বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম পীঠস্থান এবং হিন্দুদের অন্যতম প্রাচীন শৈবক্ষেত্র। বক্রেশ্বরের শ্মশান ঘাট থেকে শুরু করে মন্দির কুণ্ড সহ একাধিক জায়গায় সংস্কারের কাজ শুরু হয়েছ। পর্যটকদের কথা মাথায় রেখে শীতের আগেই উষ্ণ প্রস্রবণ সেজে উঠবে বলে সাংবাদিক সম্মেলনে বীরভূম জেলাশাসক বিধান রায় জানিয়েছেন।

