
সেখ রিয়াজুদ্দিনঃ
কুষ্ঠ যা আপনার অঙ্গ বিকৃতি ঘটাতে সক্ষম। তাকে প্রতিরোধ করার জন্য সরকার কুষ্ঠ রোগী শনাক্তকরণ কর্মসূচি গ্রহণ করেছেন। উক্ত অভিযানে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী ও একজন আশা স্বাস্থ্যকর্মী আপনাদের বাড়িতে হাজির হলে তাদেরকে পরীক্ষা করতে সহযোগিতা করবেন। এই অভিযানের ফলে আগামী দিনে কুষ্ঠ রোগ ও কুষ্ঠ রোগে বিকলাঙ্গ কমে যাবে। সমস্ত কুষ্ঠ রোগী সরকারিভাবে বিনামূল্যে ওষুধ পাবেন। কুষ্ঠ রোগ চিকিৎসা খুবই সহজ এবং রোগ সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। আজ শনিবার খয়রাশোল ব্লকের নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে স্বাস্থ্য কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সেখানেই কথাগুলি বলা হয় পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের কিভাবে বাড়ি বাড়ি ভিজিট, পরীক্ষা-নিরীক্ষা, বাড়ি মার্কিং করতে হবে ইত্যাদি বিষয়গুলো প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরা হয়। উল্লেখ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (কুষ্ঠ বিভাগ) পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে আগামী ২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান নাকড়াকান্দা ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন।
