কবিরুল ইসলামের ৯৪তম জন্মদিন উদযাপন

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

বাংলার খ্যাতনামা কবি কবিরুল ইসলামের ৯৪তম জন্মদিন উদযাপিত হলো ৩১ আগস্ট বীরভূম সাহিত্য পরিষদ কক্ষে। ‘কবিরুল ইসলাম স্মৃতিরক্ষা কমিটি’ আয়োজিত ওই সভায় অলোকা গাঙ্গুলীর উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণে কবি চন্দন চট্টোপাধ্যায় কবিরুল ইসলামের কবিতার বৈশিষ্ট্য ও প্রাসঙ্গিকতা উল্লেখ করে আগামীদিনে আরও নতুন নতুন পরিকল্পনা ও বৈচিত্র্যের আঙ্গিকে কবির জন্মদিন উদযাপনের কথা ঘোষণা করেন। কবি তপন গোস্বামী কবির ব্যক্তিসত্তা ও লিখনসত্তার সামঞ্জস্য অত্যন্ত আকর্ষণীয় বক্তব্যে তুলে ধরেন। শিল্পী হুমায়ুন কবির জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের স্মৃতিচারণ করেন। মানবী সরকারের সঙ্গীত ছাড়াও কবিরুলের কবিতা পাঠ, স্মরণ, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে ছিলেন সন্দীপন দত্ত, সুশান্ত রাহা, সঞ্চিতা আচার্য, সুবিমল শর্মা, উদয়ন ভট্টাচার্য, সপ্তক ঘোষ, বুলবুল চৌধুরী, দীপক মুখোপাধ্যায়, সুপ্রভাত মুখোপাধ্যায়, কুনাল কিশোর রায়, সন্দীপন রায়, পরেশ দেচৌধুরী, প্রদীপ মণ্ডল, চিত্র সাংবাদিক তাপস বন্দ্যোপাধ্যায়, রেইনি চৌধুরী, বিমল সোম। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায় এবং সভাপতিত্ব করেন প্রাবন্ধিক নিতাই প্রসাদ ঘোষ। কবি ও নাট্যব্যক্তিত্ব মলয় ঘোষের সুনিপুণ সঞ্চালনা দু’ঘন্টার এই অনুষ্ঠানের এক অনন্য মাত্রা জোগায়।

উল্লেখ্য, ২০১২ সালে কবিরুল ইসলামের প্রয়াণের পরের বছর থেকেই কবি তপন কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় প্রতিবছর কবিরুল ইসলামের জন্মদিন পালিত হয়ে আসছে। কবির জন্মদিন ২৪ আগস্ট হলেও, অনিবার্য কারণে এই বছর উদযাপিত হলো ৩১ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *