বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত প্রাথমিক পড়ুয়াদের নিয়ে চক্রস্তর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

বিপুল উৎসাহ উদ্দীপনায় বীরভূমের ৩২টি চক্রের অন্যতম দুবরাজপুর চক্র স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ ২ সেপ্টেম্বর দুবরাজপুর ব্লকের নেপাল মজুমদার ভবনে। উল্লেখ্য রাজ্যের বুকে এ বছরই প্রথম বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বীরভূম জেলায় প্রাথমিক পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তর, চক্রস্তর এবং সবশেষে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন দুবরাজপুর পুরসভা ছাড়াও লক্ষ্মীনারায়ণপুর, চিনপাই, বালিজুরি, গোহালিয়ারা এবং পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের ৮৫ টি স্কুলের পড়ুয়া প্রতিযোগিদের নিয়ে ক,খ,গ তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অংকন, যেমন খুশি সাজো, লোক নৃত্য, সংগীত, আবৃত্তি এমন বিভিন্ন প্রতিযোগিতায় ৭২ জন পড়ুয়া এদিন অংশগ্রহণ করে। শিক্ষক-শিক্ষিকাদের কোরাস কণ্ঠে উদ্বোধনী সংগীত এবং অতিথিদের হাত ছুঁয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ড. প্রলয় নায়েক, স্থানীয় বিডিও রাজা আদক, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরম সহ বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষজন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার সহ সার্টিফিকেট এবং একটি করে চারাগাছ প্রদান করা হয়। প্রথম স্থানাধিকারীরা আগামীদিনে বোলপুরে জেলাস্তর প্রতিযোগিতায় অংশ নেবে বলে সংসদ সভাপতি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *