পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল: তবে রাস্তা কাটার কারণে চরম দুর্ভোগে তাঁতীপাড়া গ্রামের বাসিন্দারা

শম্ভুনাথ সেনঃ

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তে চলছে জল জীবন জল মিশন প্রকল্পে পাইপলাইন বসানোর কাজ। সাধারণ মানুষের কাছে এ বড় আনন্দের সংবাদ। তবে সেই পাইপলাইন বসানো হচ্ছে ঢালায় রাস্তা কেটে মূল রাস্তার মাঝ বরাবর। যার জন্য সমস্যায় পড়েছেন বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামের বাসিন্দারা। রাস্তার মাঝ বরাবর কাটার ফলে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল এবং পথ চলতি মানুষজনদের পারাপারে অসুবিধা ও সমস্যায় পড়েছেন। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনায় ঘটে যাচ্ছে এই কাটা রাস্তার জন্য। এমনই অভিযোগ এনেছেন তারা। শীঘ্রই পাইপলাইন বসিয়ে রাস্তাগুলি মেরামত করা হয় প্রশাসনের কাছে সেই দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *