উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেমিস্টার থ্রী সংক্রান্ত প্রশাসনিক আলোচনা সভা বোলপুরে

শম্ভুনাথ সেনঃ

শিক্ষা সংসদ কর্তৃক আগেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড়সড় বদল। এ বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। জানা গিয়েছে, মোট ৪টি সেমিস্টার হচ্ছে উচ্চমাধ্যমিকে। একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম ও দ্বিতীয় সেমিস্টার। দ্বাদশ শ্রেণিতে তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে। এ বছর দ্বাদশ শ্রেণির জন্য নয়া পদ্ধতিতে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে ৮-২২ সেপেম্বর। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে আগামী বছর ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
বীরভূমের বোলপুর মহকুমা কনফারেন্স হলে আজ ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সিস্টেম সম্পর্কে সবিস্তার আলোচনা । এ বছর থেকে সর্বপ্রথম সেমিস্টার পদ্ধতিতে এইচএস পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৫ থেকে। থার্ড সেমিস্টার সম্পূর্ণ এম সি কিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা হবে।
পরীক্ষার্থীদের OMR Sheet এ উত্তর লিখতে হবে। সময় মাত্র ১ ঘন্টা ১৫ মিনিট। উত্তর পত্র চেকিং হবে সম্পূর্ণভাবে কম্পিউটার পদ্ধতিতে। তাই কোনো প্রকার এক্সামিনার বা হেড এক্সামিনার প্রয়োজন হচ্ছে না।
পরীক্ষার দিন গুলিতে অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য বোলপুর মহকুমা শাসক অয়ন নাথের নেতৃত্বে জেলার জয়েন্ট কনভেনার অভিজিৎ নন্দনের উপস্থিতিতে বোলপুর মহকুমার সকল বিডিও, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও অগ্নি নির্বাপন বিভাগের কর্মী, এবং সমস্ত মেন ভেন্যু, সাব ভেন্যু এবং সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *